মাদককে না বলুন সুন্দর ভবিষৎ গরে তুলুন ———ওসি আবুল কালাম
নিউজ বাংলা রিপোর্ট:-
মাদককে না বলুন সুন্দর ভবিষৎ গরে তুলুন। মাদকের ভয়ংকর থাবা থেকে বাঁচতে হলে পুলেশের পাশাপাশি জন প্রতিনিধি থেকে শুরু করে সকল শ্রেনীর সচেতন নাগরিক দের সোচ্চার হতে হবে। যেনো কারো ভাই কারো বোন কারো আত্বীয় স্বজন ভয়ংকর মাদকের ছোবলে না পরতে পারে। নারায়নগঞ্জ বন্দর থানার ওসি আবুল কালাম তিনি আরো জানায় বিগত বছরের ন্যায় আমি এই থানায় আসার পর হইতে প্রতি মাসে মাদক উদ্ধার ও মাদক মামলা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। আমার টার্গেট বন্দর থানা ধীন এলাকাকে মাদক মুক্ত করা। কেননা সকল কলহের পিছনে কোন না কোন ভাবে মাদক সম্পৃক্ততার আভাস মিলছে। এলাকার শান্তি রক্ষার্থে আমার ফোর্স জোরালো ভূমিকা পালন করছে। যার দরুন গত মাসের তুলনায় এমাসে দ্বীগুন মাদক উদ্ধার ও মাদক মামলা রুজু করা হয়েছে। এমাসে মাদক মামলা হয়েছে ৩৯ টি ইয়াবা উদ্ধার হয়েছে ৩ হাজার ৪শত ৫৭ পিছ, ফেন্সিডিল উদ্ধার হয়েছে ২৬ বোতল, ও গাজা উদ্ধার হয়েছে ২ কেজি ২শত গ্রাম, মাদক মামলায় আসামী আদালতে প্রেরন করা হয়েছে ৫১ জনকে। এমাসে বন্দর থানায় মোট মামলা হয়েছে ৬০টি যাহার মধ্যে ২টি নারী নির্যাতন, ১টি ধর্ষণের চেষ্টা ও যৌতুকের মামলা সহ ২০টি মামলা রুজু হয়েছে।