মাদক বিরোধী অভিযানে সফলতা নেই বন্দরে
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে প্রশাসনের সফলতা থাকলেও, বন্দরে তেমন একটা সফলতা নেই বলে অভিযোগ করেন স্থানীয়রা। তথ্য সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে ক্রস ফায়ারে নিহত হওয়ার পাশা-পাশি অসংখ্য মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন প্রশাসন।
অন্যদিকে মাদক বিরোধী অভিযানে বন্দর থানা পুলিশের নিরবতায় তেমন একটা সফলতা না থাকায় পুলিশের বিরুদ্ধে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন বন্দরবাসী।
থানা পুলিশের নিরবতায় অধরাই রয়ে গেছে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ীরা। সেই সাথে গাঁ ডাকা দিয়েছে তালিকা ভূক্ত শীর্ষ অনেক মাদক ব্যবসায়ীরা।
অনেকের অভিযোগ, চলমান মাদক বিরোধী অভিযানে বন্দর থানা পুলিশ ছিঁচকে মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করলেও গ্রেফতার করছেনা শীর্ষ মাদক ব্যবসায়ীদের ।
অন্যদিকে অভিযোগ উঠেছে, উপজেলার ধামগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মাদক সহ বিভিন্ন মামলার আসামী ফেন্সি কবির কে রহস্যজনক কারনে গ্রেফতার করছেনা থানা পুলিশ ।
বিশেষ সূত্রে জানা গেছে, থানা পুলিশের বেশ কয়েকজন অসাধু পুলিশ কর্মকর্তাকে নিয়োমিত মোটা অংকের মাসোহারা দেন পুলিশের তালিকা ভূক্ত ও চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি কবির।
এলাকা সূত্রে জানা গেছে, পুলিশের নিরব ভূমিকায় প্রতিদিন মাদকের হাঁট বসে ফেন্সি কবিরের নিজ এলাকা গকুল দাসের বাগ।
এই হাটে চলে মরণ নেশা নামক ভঁয়ানক মাদক দ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটের হরধুম বেচাকেনা। প্রতিদিন হাজার হাজার টাকার মাদক বেঁচাকেনা হয় গকুল দাসেরবাগ এলাকায়।
বিশেষ সূত্রে জানা গেছে,ফেন্সি কবিরের সাথে জড়িত রয়েছে বিশাল এক মাদক সেন্ডিকেট।
ফলে বেশ কয়েকবার মাদক সহ গ্রেফতার হলেও কারাগার থেকে অল্প কিছু দিনের মধ্যেই অদৃশ্য ক্ষমতায় জামিনে বের হয়ে আসে মাদক স¤্রাট কবির। তার অবাধে মাদক ব্যবসার ফলে ফুসে উঠেছে স্থানীয়ারা। তারা গণমাধ্যেম কর্মীদের বলেন, কবিরের মাদক ব্যবসার ফলে, এই অঞ্চলের অনেক উঠতি বয়সের যুবক সহ শিক্ষার্থীরা অতি সহজেই মাদক সেবনে আসক্ত হচ্ছে।
এতে, দিন দিন ধ্বংসের দিকে ঝুকে পরছে তরুণ সমাজ। ফলে চরম বিপদের সম্মুক্ষিন হতে হচ্ছে মাদক সেবীর পরিবারকে।
তাছাড়া, অত্র এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্ম বেড়েই চলছে।
এ বিষয়ে, র্যাব ১১ এর আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।