মাদক ব্যবসায়ীরা ঈর্ষাণীত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ———চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম

ষ্টাফ রিপোর্টার:- গত শুক্রবার স্থানীয় কয়েকটি পত্রিকায় “বন্দরের কেওঢালা এলাকা , মদনপুর বাসীর কছে অভিশাপে পরিনত” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি, উদ্দেশ্যে মূলক বলে মন্তব্য করেন নারায়নগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম। প্রকাশিত সংবাদটি বিষয়ে চেয়ারম্যান সালাম বিষদ আলোচনা করে বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, আমার ইউনিয়নের কিছু মাদক ব্যবসায়ীরা এক জন অসাধু সাংবাদিককে দিয়ে আমার দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুন্ন করার লক্ষে বিভিন্ন গনমাধ্যেমে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমি সেই সাংবাদিককে চ্যালেঞ্জ করে বলি আমার বিরুদ্ধে কোন অপরাধের প্রমান থাকলে তা নিয়ে আমার সাথে সরাসরি এসে কথা বলুন। আমার অনেক লজ্জা হয় আপনি কেমন সাংবাদিক?। সংবাদ প্রকাশের নীতিমালা অনুসারে অভিযুক্তের কাছে বক্তব্য নিতে হয়। কিন্তু তা আপনি করেন নি। আপনি এত দূর্বল কেন?। তা আমার জানা নেই। তবে প্রশ্ন জাগে নিশ্চই আপনি কোন এক পক্ষের কাছ থেকে স্বার্থ উদ্ধার করেছেন। তাছাড়া সাংবাদিককে উদ্দেশ্যে করে সরকার দলীয় চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম আরও বলেন, তা না হলে সন্ত্রাস ও মাদক ব্যাবসায়ীদের শেল্টারদাতা আমি তার কোন প্রমান আপনার কাছে আছে বলে আমার মনে হয়না। আর যদি থাকে তা প্রশাসনের কাছে জমা দিন। অন্যথায় সাংবাদিকতা পেশা ছেড়ে দিন। শুধু শুধু সাংবাদিকতা পেশাকে পুজি করে সাধারন মানুষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সাংবাদিকতা পেশাটিকে অসম্মান করবেন না। তাছাড়া তিনি আরও বলেন, আমি অপরাধকে কখনো পশ্রয় দেয়নি আর কখনো দিব না। অন্যদিকে প্রকাশিত সংবাদের বিষয়ে বেশ কিছু সাংবাদিকরাও অসন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের মনে হচ্ছে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন উদ্দেশ্যে মূলক। তার কারন চেয়ারম্যান সালামের বিরুদ্ধে এধরনের অভিযোগ আমরা কখনো পাই নি। আমাদের তথ্য অনুযায়ী চেয়ারম্যান সালাম একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ। সততা ও ন্যায় তার নীতি বলে আমরা জানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela