মাদক মুক্ত সমাজ গঠনে চিত্তবিনোদনের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার
সামাজিক অবক্ষয় রুখতে এবং মাদক মুক্ত সমাজ গঠনে চিত্ত-বিনোদনের বিকল্প নেই। তাই প্রতিটি গ্রাম-গঞ্জে চিত্ত-বিনোদনের ব্যবস্থা করা অপরিহার্য। চিত্ত-বিনোদনে ঝুঁকে পড়লে মানুষ মাদকের ভয়াবহ ছোঁয়া থেকে রেহায় পাবে এবং সুষ্ঠ, সুন্দর সমাজ গঠনে প্রধান সহায়ক হবে চিত্ত-বিনোদন। গতকাল শুক্রবার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলÍাপাড়া মাদ্রাসা মাঠে এল.ই.ডি-মোবাইল কাপ ডিগভার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জামপুর ইউপি চেয়ারম্যান তারণ্যেও অহংকার, যুবসমাজের প্রতিক হামীম শিকদার শিপলু প্রধান অতিথির বক্তব্যে ওসব কথা বলেছেন তিনি। কলতাপাড়া ফ্রেন্ডস্ ক্লাব আয়োজিত টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আশরাফুল হক ভূঁইয়া মাকসুদ, মো, ফারুক ভূঁইয়া, যুবলীগ নেতা, আলামিন, মো. গোলজার হোসেন, সাবেক জামপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুন নুর, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আরিফুল ইসলাম আলীনুর, মো. বকুল ভূঁইয়া মেম্বার। উক্ত খেলাটি ছাব্বির আলমের উপস্থাপনায় সার্বিক দায়িত্বে ছিলেন, যুবলীগ নেতা মো. শামীম, খন্দকার রুহুল আমিন, ফায়জুল হাসান, হাজী মো. নুরুল ইসলাম, আবুল বাসার, মোক্তার হোসেন, মো. ইব্রাহিম, মাসুদুর রহমান খান। তাছাড়াও এলাকার শত শত বিনোদন পিপাসু উৎসুক জনতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু বলেন, সুষ্ঠ সমাজ গঠনে এবং জামপুর ইউনিয়নের উন্নয়ণে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। উপস্থিত যুবকদের সতর্ক করে বলেন, কেউ মাদক বিক্রি ও সেবন করবেনা। অনুরুপ খেলা-ধূলার জন্য তোমাদেও প্রতি আমার সার্বিক সহযোগিতা থাকবে। উক্ত এল.ই.ডিÑমোবাইল কাপ ডিগভার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি কেওঢালা ফ্রেন্ডস ক্লাব ও সেকেরহাট যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে, কেওঢালা ফ্রেন্ডস ক্লাব ২-০ গোলে সেকেরহাট যুব সংঘকে পরাজিত করে বিজয়ী হয়েছে। প্রধান অতিথি চেয়ারম্যান শিপলু বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *