মানুষের ভালবাসায় সিক্ত হয়ে মরতে চাই –প্রবীন আঃলীগ নেতা আতিকুল্লাহ ভূঁইয়া বাচ্চু
স্টাফ রিপোর্টার
আঃলীগ রাজনীতির পাশাপাশি আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছি। জীবনে আর কিছু চাওয়া পাওয়ার কোন লোভ নেই আমার । এখন মানুষকে সেবার মাধ্যমে মানুষের ভালবাসায় সিক্ত হয়ে মরতে চাই। আজ ১০ই সেপ্টেম্বর-২০১৮ সোমবার দুপুরে আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগস্থ আতিকুল্লাহ ভূঁইয়া বাচ্চুর নিজ বাড়ীতে মধ্যহ্ন ভোজ শেষে আঃলীগের উঠান বৈঠকে আঃলীগের প্রবীন নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. আতিকুল্লাহ ভূঁইয়া বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে তিনি ওসব কথা বলেছেন। তিনি বলেন, আমি দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার মাঝি হিসেবে তৃণ্যমূল পর্যায়ে এ সরকারের বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ডের বার্তা পৌঁছে দিচ্ছি। আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের অব্যাহত উন্নয়ননের স্বার্থে এ সরকারকে আবারো ক্ষমতায় আনতে তৃণ্যমূল পর্যায়ের জনগনকে নিয়ে প্রতিনিয়ত মাঠে কাজ করছি। এ সময় আঃলীগ নেতা আব্দুল বাতেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. সুরুজ মিয়া, জামপুর ইউনিয়ন যুবলীগ সম্পাদক মো. সামসুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মোমেন ভূঁইয়া, ৫নং ওর্য়াড আঃলীগ সম্পাদক মো. বকুল মিয়া, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, ৪নং ওর্য়াড যুবলীগ সভাপতি মো. বাবুল, ইউনিয়ন যুবলীগ নেতা বাবুল, ৪নং ওর্য়াড যুবলীগ নেতা মোমেন, আঃলীগ নেতা জুলহাস, কাজী মঈন উদ্দিন, সোহরাব আল কাদরি, আব্দুল বাতেন, বীরমুক্তিযোদ্ধা ওসমান গণি, বীরমুক্তিযোদ্ধা মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোস্তফাসহ আঃলীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ।