যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
(বিশেষ সংবাদদাতা):-
বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রসা ও বিভিন্ন রাজনৈতিক দল দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেছেন। বন্দরে প্রায় ২ শতাধিক স্পটে বাংলার মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। পৃথক ভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ কাঙ্গালী ভোজের বিভিন্ন স্পটের দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বন্দরের কদম রসুল কলেজে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও আলোচনা সভা , বন্দর ফাজিল মাদ্রসায় দোয়া অনুষ্ঠিত হয়। এমপি সেলিম ওসমান নবীগঞ্জে খাবার বিতরণ, মেয়র আইভী কাইতাখালিতে খাবার বিতরণ, শুক্কুর মাহমুদ কদম রসুল দরগাহ শরীফের সামনে দোয়া করেন। অন্যদিকে ধামগড়ে বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী স্বরনে বার্ষিকী উৎযাপন পরিষদের উদ্যোগে কাঙ্গালী ভোজের পাশা-পাশি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এড. ইসহাক, মদনপুর ইউপির সফল চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহাম্মেদ, আনোয়ার হোসেন আনু, মনির হোসেন খান প্রমূখ।