রিয়াজুল উলুম আলিম মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ, দোয়া ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

এস এম আলমগীর ভুঁইয়া:- গতকাল শনিবার সকাল ১১টায় নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নস্থ এলাকায় স্থাপীত রিয়াজুল উলুম আলিম মাদ্রাসার ২০১৭ইং সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায়, মিলাদ, দোয়া ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে ৩৯ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আক্তার হোসেন ভুঁইয়ার সভাপতিত্ব করার কথা থাকলেও, অসুস্থতার কারনে মো. মোয়াজ্জেম হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেহার তসলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, তোমরা শিক্ষিত হলে চলবে না। সু শিক্ষিত হয়ে দেশ ও দেশের কল্যানে কাজ করতে হবে। তবেই তোমাদের শিক্ষার আলো ছঁড়বে আমাদের এই বাংলাদেশে। বক্তব্যের আগে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা প্রদান করেন, আমন্ত্রিত অতিথিরা। এদিকে, মাদ্রাসা কমিটির সদস্য মো. কাজ্বি কবির হোসেনের ছেলে শাহারিয়ার হোসাইন সাকিব সহ অন্যন্য শিক্ষার্থীরা বৃত্তি গ্রহন করেন। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, খোকা ভূঁইয়া, মাদ্রাসা কমিটির সদস্য খায়রুল বাশার ভুইয়া, কাজ্বি মো. কবির হোসেন, মো. আলহাজ্ব ফয়েজ আহম্মেদ, মো. ফারুক হোসেন, খোকা ভূঁইয়া প্রমুখ। উপস্থাপনা করেন, মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা আ: করিম বাহার ও আরবী প্রভাষক হাফেজ মাওলানা নেছার উদ্দিন। দোয়া পরিচালনা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন মিয়া। এ সময় মাদ্রাাসার শত -শত শিক্ষার্থী সহ স্থানীয় অনেক গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উৎসব মূখর পরিবেশে সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *