রোহিঙ্গাদের ত্রাণ দিতে উখিয়ায় যাবার পথে খালেদা জিয়াকে কলাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শুভেচ্ছা
বিশেষ প্রতিবেদক:-
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ত্রাণ সহায়তা দিতে চার দিনের সফরে শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি’র গাড়ি বহর কক্সবাজারের উখিয়ায় যাবার সময় বন্দরের (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের) মদনপুরে বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার উপজেলাধীন কলাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নেত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় বিএনপি নেতা সিদ্দিক, আবু কালাম, অত্র ইউনিয়ন ছাত্রদল নেতা মোবারক, অত্র ইউনিয়ন যুবদল নেতা জামাল, জিয়া, সানাউল্লাহ, ফুল মিয়া, আইয়ুব আলী, মনির, রিপন, সজীব, ছাত্রদল নেতা মামুন, তপন, কবির, নাঈম, সাইদুল, দিদার সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত থেকে নেত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।