শামীম ওসমানের ডাকা শোক র্যালীতে বন্দর থানা যুবলীগ ও অন্যান্য নেতা-কর্মীদের অংশগ্রহণ
বিশেষ প্রতিবেদক:-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের ডাকে শনিবার নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন থানার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা স্মরণকালের সেরা শোক র্যালীতে অংশ নেয়। উক্ত র্যালীতে অংশ গ্রহন করেন, বন্দর থানা যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এদিন মিছিল নিয়ে যোগদান করেন। এসময় মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক এবং ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, আ’লীগ নেতা ছাদেক ভূঁইয়া, ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ধামগড় ইউনিয়ন যুবলীগ নেতা আল আমিন খন্দকার,যুবলীগ নেতা বিল্লাল, মোশাররফ মোল্লা সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উক্ত শোক র্যালীতে অংশ নেয়।