শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি চিত্তবিনোদন আবশ্যক
স্টাফ রিপোর্টার ঃ- চিত্তবিনোদনে মানুষ মত্ত থাকলে খারাপ কর্ম পরিহার করা সম্ভব। তাই শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি চিত্তবিনোদন অত্যাবশ্যক। গতকাল রবিবার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের হরহরদি এস এস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও ২০১৮ সালে অত্র বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অত্র ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রধান অতিথির বক্তব্যে তিনি ওসব কথা বলেছেন। তিনি বলেন, এখানের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উন্নয়ণে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছি এবং কোমলমতি শিশুদের ও যুব সমাজকে সুপথে রাখতে ইউনিয়নে খেলার মাঠ সহ চিত্তবিনোদনের ব্যবস্থা করছি। এ সময় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে অত্র বিদ্যালয় পরিচালক শফিকুল ইসলাম শফিক ও তাজুল ইসলাম সুমন, মো. হারুর অর রশিদ মোল্লা মেম্বার, যুবলীগ নেতা খন্দকার সালাউদ্দিন সাজু, উপজেলা আওয়ামী প্রজম্মলীগ সভাপতি মো. কাউসার ভূঁইয়া, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, ফারুক আহম্মেদ, সমাজসেবক মো. জাবের, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ারা আক্তারসহ শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিবাভকবৃন্দ ও অত্র এলাকার শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ শিক্ষার্থীদের মাঝে লেখা-পড়ার সামগ্রী বিতরণ করছেন।