শ্রী শ্রী রাধা গোবিন্দ ও পরশুরাম মন্দিরের উদ্যোগে লাঙ্গলবন্দে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
নারায়নগগঞ্জ প্রতিনিধি:-
সোমবার বিকেলে বন্দরের মুসাপুর ইউনিয়নের অধীনে ঐতিহ্যবাহী তীর্থস্থান হিসেবে সমগ্র বিশ্বে পরিচিত লাঙ্গলবন্দ রাজঘাট সংলগ্ন তাজপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও পরশুরাম মন্দিরের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি তিলকযাত্রী নিবাস মন্দির থেকে শুরু হয়ে প্রেমতলা দিগ¦ীজয়ী বক্ষ্মচারীর আশ্রম, লাঙ্গলবন্দ শ্বশান ঘাট মন্দির, রাজঘাট দূর্গা মন্দির ও অন্নপূর্ণা মন্দির হয়ে আবার তিলকযাত্রী নিবাস মন্দিরে এসে শেষ হয়। মুসাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত র্যালীর শুভ উদ্বোধন করেন এবং বিশেষ অতিথি হিসেবে ৬নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় এ আয়োজনের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র দাস, অন্যান্যদের মধ্যে অজিত পাল, গৌরঙ্গ বাবাজি, রবি পাল, শংকর পাল, বিপ্লব সাহা, মহাদেব, তপন দাস, শংকর চন্দ্র বিশ্বাস, ডাঃ সুকোমার চন্দ্র বিশ্বাস, পরিমল চন্দ্র বিশ্বাস, টুম্পা চন্দ্র বিশ্বাস, পার্বতী চন্দ্র বিশ্বাস, মিনতি চন্দ্র বিশ্বাস, মাধব, রনি, রবিন, স্বপন সাহা, সুরেশ চন্দ্র দাস, সুশীল সাহা, গোপাল চন্দ্র বিশ্বাস, আব্দুল হাশেম, আলী নূর, স্বপন চন্দ্র দাস, স্বপন সাহা, গকুল পাল, সুজীত চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস, জীবন রাজবংশী, শংকর রাজবংশী, নিরঞ্জন চক্রবর্তী, শাওন চক্রবর্তী, সুধন চন্দ্র শীল, ব্রজেন্দ্র রাজবংশী, হরিদাস চন্দ্র বিশ্বাস, সুকোমার কর্মকার, বলাই কর্মকার, নির্মল চন্দ্র শীল সহ অত্র অঞ্চলের হিন্দু ধর্মের অনুসারী বিভিন্ন বয়সী নারী-পুরুষ সহ শিশুরাও উক্ত র্যালীতে অংশগ্রহণ করে। উলু ধ্বনি দিয়ে শুরু হওয়া র্যালীতে ডাক-ঢোল বাজিয়ে নেচে-গেয়ে ও শুভ শুভ শুভদিন, শ্রী কৃষ্ণের জন্মদিন সহ নানান স্লোগানে মুখরিত করে উক্ত শোভাযাত্রাটিকে সাফল্যমন্ডিত করা হয়। ধর্মের নামে দখল, ধর্মের নাম ভাঙ্গিয়ে নেতাগিরি বন্ধ করার প্রত্যাশা ও কুসংস্কার উপড়ে ফেলে সনাতন ধর্মের সকল বর্ণ এক হোক, সকল জাতি এক হোক, এই কামনা রেখে ২য় বারের মত এ র্যালী আয়োজন করা হয়। কথিত আছে ‘দুষ্টের দমন ও সৃষ্টের পালন’ এই নীতিকে প্রতিষ্ঠা করা ও সমাজের সকল অন্যায়, অবিচার, অনাচার ও সমাজকে সকল নিপীড়ন থেকে বাঁচানোর জন্যেই শ্রী কৃষ্ণ এই দিনে মানব রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং প্রতিবছরের মত এবছরও এই দিনে শ্রী কৃষ্ণ পৃথিবীতে এসে তার ভক্তকূলের মাঝে বিচরণ করেন বলে বিশ্বাস করে হিন্দু ধর্মালম্বীরা। আর পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণকে খুশি করার জন্যই এ র্যালী ভবিষ্যতে আবারও আয়োজন করা হবে বলে জানান এ আয়োজনের সাথে সম্পৃক্তরা।