সনমান্দী ইউনিয়নকে উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তোলবো
আসন্ন সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে এ ইউনিয়নকে উন্নয়ণের একটি মডেল হিসেবে গড়ে তোলবো এবং এ ইউনিয়নের যুবসমাজকে মাদকের ছোঁবল থেকে রক্ষায় সর্বাত্মক প্রচেষ্ঠা করবো। গতকাল সোমবার বিকেলে সনমান্দী ইউনিয়নের আমদী ও ঠোঁটালিয়া গ্রামের উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় আসন্ন সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। আদমজী জুট মিলের সাবেক কর্মকতা অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজী মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. লোকমান প্রধান, ওয়ার্ড মেম্বার প্রার্থী আলমগীর বাদশা, মো. গোলজার হোসেন, আব্দুল করিম প্রধান, মো. সেলিম ফারুকী, মো. হারুন অর রশিদ, আব্দুল মান্নান মাষ্টার, মো. কামাল ভূঁইয়া, মো. মাহবুব আলম মিলন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র অনুষ্ঠানের আয়োজক মো. ফরিদ ভূঁইয়া, নারী মেম্বার মোসাঃ মনোয়ারা বেগম, শাজাহান সিরাজ, এড. আবুল কালাম, মো. স্বপন, মোয়াজ্জেম মেম্বার, মহিদুল্যাহ মমিন, আব্দুল মতিন, জয়নাল, দেলোয়ার হোসেন, এনামূল হক এনাম, গিয়াস উদ্দিন, মোহন ও অত্র এলাকার প্রবীন গন্যমান্য ব্যক্তিবর্গ।
সনমান্দী ইউনিয়নের জনবহুল সমর্থিত ব্যক্তি ও সভার প্রধান অতিথি জিন্নাহ আরো বলেন, সনমান্দী ইউনিয়নে বিগত দিনে কোন উন্নয়ণ হয়নি। এলাকার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা শুষ্ক মৌসুম এখনো সাঁকো পেরিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। তাই আমার নিজ উদ্যোগে আপনাদের বাংলাবাজার হতে ঠোঁটালিয়া রাস্তার উন্নয়নে সহযোগিতা দিয়ে রাস্তা সংস্কার করা হয়েছে। আগামীতেও আপনাদের সমস্য গুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করবো। আপনাদের আজকের জনশ্রুত যদি সহযোগিতা করে তবে আপনাদের বিপুল ভোটে এ ইউনিয়নের চেয়ারম্যান নিবাঁচিত হবো ইনশাল্লা। এ সময় উপস্থিত শত শত এলাকাবাসী তাকে একত্মচিত্তে সমর্থন ব্যক্ত করেছেন।