সাংবাদিক আরিফকে লাঞ্চিত করায় উপজেলা প্রেস ক্লাবের প্রতিবাদ
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক মোঃ আরিফুজ্জামানকে লাঞ্চিতকারি দারগা আবুল বাশারের বিচারের দাবিতে আড়াইহাজার উপজেলা প্রেস ক্লাব কার্যলয়ে গতকাল শনিবার বেলা ৩ টায় সাধারন সম্পাদক এফরানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উক্ত প্রতিবাদ সভায় আড়াইহাজার উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এ.আর. কামাল শেখ বলেন, অহেতুক অন্যায় ভাবে দারগা আবুল বাশার দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান কে চাষাড়া নিজ পত্রিকা অফিসের নিচে লাঞ্চিত করেছে। উক্ত বাশারের বিরোদ্ধে কঠিন বিচারের দাবি করেন। যুগ্ন সম্পাদক মোস্তফাকামাল বলেন, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামানকে লাঞ্চিত করার সাহস পায় কোথা থেকে। দারগা আবুল বাশারের বিচার দাবি করেন এবং তার প্রতি ঘৃনা,তীব্র নিন্দা প্রকাশ করেন। মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া বলেন, সম্পাদকে লাঞ্চিত করেছে, দারগা আবুল বাশারের কাছে কোন সাংবাদিক নিরাপদ নয় । বাশারের এমন বিচার হওয়া প্রয়োজন তা দেখে বদরাগী অফিসার গন ঠিক হয়ে যায়। অন্যায় করার সাহস না পায়। ঐ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক মোয়াজেম ,সাংবাদিক নূরুল ইসলাম, সহ সকল সাংবাদিক বৃন্ধ।