সাবদীতে ঈদ আনন্দ মেলার উদ্বোধণ করলেন মকবুল ও মাসুদা মেম্বার
স্টাফ রিপোর্টার : বন্দরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সাবাদী বাজার হৃদয় বাংলা যুব সংঘ আয়োজিত ঈদ আনন্দ মেলা মঙ্গলবার হতে শুরু হয়েছে। বিকেল ৫টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য হাজী মোঃ মকবুল হোসেন। একই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মাসুদা বেগমের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ এমদাদ হোসেন ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল লতিফ হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন হৃদয় বাংলা যুব সংঘের সভাপতি আবু জাফর টগর,মোঃ আশিক মিয়া মোশারফ হোসেন,আমির হোসেন,মোঃ রুবেল,কবির হোসেন,মোঃ নাছির মিয়া,হাবিবুর রহমান,মোঃ শাকিল,আজিজুল হক,মোঃ হোসেন,মোঃ মনির হোসেন প্রমুখ।