সামান্য কান ব্যথায়ও হতে পারে মরণব্যাধি ক্যান্সার!
মানুষের শরীরের প্রতিটি অঙ্গের মতই কানও স্পর্শকাতর একটি অঙ্গ । আমরা অনেকেই কানের ব্যথা অবহেলা করে থাকি। কিন্তু এটা করা উচিত না। কারণ এই সামান্য ব্যথাই আপনার জন্য ডেকে নিয়ে আসতে পারেন মরণব্যাধি ক্যান্সার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’-এর প্রতিবেদন থেকে জানা গেছে, কানে এক ধরনের বিরল ক্যান্সার হওয়ার উপসর্গ হল কানে ব্যথা হওয়া । কানের যেকোন তিনটে অংশে ব্যথা হতে পারে— কানের একদম ভিতরে, মাঝামাঝি অংশে বা একেবারে কানের বাইরে অংশে। ইংল্যান্ডে ১০ লক্ষের মধ্যে অন্তত এক জন কানের মধ্যখানে ব্যথা হয়ে কানের ক্যানসারে আক্রান্ত হন। যাদের বিগত ১০ বছরের মধ্যে কানে ইনফেকশন হয়েছে, তাদের এই বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
কানের বাইরে, মাঝখানে এবং ভিতরে ক্যানসারের ভিন্ন রকমের উপসর্গ থাকে। এমনই জানিয়েছেন ইংল্যান্ডের ক্যানসার রিসার্চের এক গবেষক। কানের বাইরের অংশের ক্যানসার— এক ধরনের গোলাপি রংয়ের পিণ্ড তৈরি হয়।
কানের মাঝখানের অংশে ক্যান্সার— কানে অসম্ভব যন্ত্রণা, বধির হয়ে যাওয়া। এ ছাড়াও কানের ভেতর থেকে এক ধরনের পদার্থ বেরোয় যার মধ্যে রক্তও থাকতে পারে। কানের ভিতরের অংশে ক্যান্সার— কানের ভিতরে ব্যথা, মাথার যন্ত্রণা, কানে কম শোনা, সারাদিন দুর্বল লাগা, অথবা কানের মধ্যে সব সময়ে এক ধরনের অদ্ভুত আওয়াজ হওয়া।