সালাম চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারে বন্দর সহ মদনপুরে অবাঞ্চিত ঘোষনার হুসিয়ারী মালাকে
নারায়নগঞ্জ প্রতিবেদক:-
মহানগর আ:লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা স্থানীয় কয়েকটি পত্রিকায় সালাম চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালানো সহ খুনি বলার প্রতিবাদে, মালাকে হুসিয়ারী করলেন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবউদ্দিন সিহাব। শাহাবউদ্দিন সিহাব চেয়ারম্যান সালামের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়ে এক প্রতিবাদ লিপিতে বলেন, রাজনীতির মাঠে সালাম চেয়ারম্যান আওয়ামী লীগের একজন সংগ্রামী সৈনিক। তাই চেয়ারম্যান সালামকে, আওয়ামী লীগ দল নৌকা প্রতিক দিয়েছেন। প্রতিবাদ লিপিতে আরও উল্লেখ্য করেন, সাহসী নেতা সালাম চেয়ারম্যানের বিরুদ্ধে বেয়াঁদপের মতো অপপ্রচার চালালে, তা আমরা কখনো মেনে নিবো না। সূতরাং সালাম চেয়ারম্যানের বিরুদ্ধে আবারও অপপ্রচার করলে, আমরা আপনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করার পাশা-পাশি মদনপুর ও বন্দরে আপনাকে অবাঞ্চিত ঘোষনা করা হবে। শাহাবউদ্দিন সিহাবের সাথে আ:লীগের অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরাও একমত প্রকাশ করেন।