সাহায্যের হাত বাড়ান
নিউজ বাংলা রিপোট
নারায়ণগঞ্জের বন্দরের চৌরাপাড়া এলাকার সাদ্দাম হোসেন(২২) জটিল কিডনী রোগে আক্রান্ত। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে(পিজি) অধ্যাপক ডা.শহীদুল ইসলাম সেলিমের তত্ত্বাবধানে চিকিৎসাধিন। চিকিৎসকরা বলেছেন, তার কিডনি ট্রান্সপ্ল্যান্টে খরচ হবে অনেক টাকা। এ ছাড়া সপ্তাহে অন্তত ২ বার ডায়ালাইসিস করতে হবে। দরিদ্র পরিবারের সন্তান সাদ্দাম হোসেনের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন কাঠ মিস্ত্রী। পরিবারের ভরনপোষনের পর তার বাবার পক্ষে চিকিৎসার খরচ চালানো অসম্ভব। এ অবস্থায় সাদ্দাম হোসেনের চিকিৎসায় দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার অসহায় পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানাঃ- দেলোয়ার হোসেন, ৫৬ দেউলী চৌরাপাড়া, পোঃ লক্ষণখোলা, থানা বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ। বিকাশ ও মোবাইল নং ০১৯১৭৭৫৩৩৪।