সোনারগাঁও উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা-দেলোয়ার হোসেন
স্টাফ রিপোর্টারঃ
১৫ আগস্ট স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী। বাঙ্গালী জাতির সবচেয়ে বেদনার এই দিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন। এ বিষয়ে তিনি দৈনিক অগ্রবাণীকে জানান ‘স্বাধীনতার মূল স্থপতি, বাংলাদেশের রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁর ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও মহান আল্লাহ তাদের জান্নাতবাসী করুক এই কামনা করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের লালীত বাংলাদেশ। আজ মুষ্টিময় পথভ্রষ্ট মানুষের জন্য এত বড় বীরত্বগাধা অর্জিত স্বাধীনতা ম্লান হয়ে যেতে পারেনা, ভেস্তে যেতে পারেনা জাতির জনকের স্বপ্ন। আসুন তার মৃত্যুবার্ষিকীতে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ার বিষয়ে দৃঢ় মনোবল গড়ে তুলি। বঙ্গবন্ধুর মত আমরাও কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করবনা এবং তাঁর আদর্শের সৈনিক হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাবার দৃঢ় অঙ্গিকার প্রকাশ করছি’।