সোনারগাঁও পৌরসভা নির্বাচনে ৫ মেয়র ও ২৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

স্টাফ রিপোর্টার

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে আঃলীগ দলীয় মনোনীত প্রার্থী এড. ফজলে রাব্বী, বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান, সাবেক মেয়র আলহাজ্ব মো. সাইদুর রহমান মোল্লা ও একেএম জাহিদুল হাসান নজরুল নামের ৫ জন মেয়র প্রার্থী এবং সোনারগাঁও পৌরসভার ৯ ওর্য়াড থেকে ২৯ জন কাউন্সিলর প্রার্থী স্ব-স্ব মনোনয়ন পত্র দাখিল করছেন। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকতা ও সোনারগাঁও পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মো. তারিফুজ্জামানের নিকট ওসব প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। আঃলীগ মনোনীত প্রার্থী এড. ফজলে রাব্বী রির্টানিং অফিসারের নিকট তার মনোনয়ন পত্র দাখিলের সময় সোনারগাঁও উপজেলার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এড. সামসুল ইসলাম. সাধারন সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম,সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ বাদশা, সাবেক যুবলীগ সভাপতি গাজী মজিবুর রহমান, আঃলীগ নেতা আশরাফুজ্জামান জামান, যুবলীগ আহবায়ক হাজী মো. রফিকুল ইসলাম নান্নু তার সাথে ছিলেন। অনুরুপ ভাবে অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারী সাথে নিয়ে স্ব-স্ব মনোনয়ন পত্র রির্টানিং অফিসারের নিকট দাখিল করছেন। এ সময় দলীয় নেতা-কর্মী ও শত শত উৎসুক জনতা উপজেলা পরিষদ মাঠে উল্লাসে মত্ত ছিল। আঃলীগ দলীয় মনোনীত প্রার্থী এড. ফজলে রাব্বী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তার প্রতিক নৌকা। তিনি মেয়র নির্বাচিত হলে সোনারগাঁও পৌরবাসীর সকল সমস্যা চিহ্নিত করে তা সমাধানসহ পৌর এলাকা একটি ডিজিটাল ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলবেন। তার প্রতি ভোটারদের ব্যাপক সমর্থন ও সহযোগিতা রয়েছে। তিনি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন ইশাল্লা আশা ব্যক্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela