সোনারগাঁয়ে আঃলীগ কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৫নং ওর্য়াড আঃলীগ ও অঙ্গসংগঠনের শাখা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার জামপুর কাঠপট্টি এ কার্যালয় স্থাপন করা হয়েছে। প্রবীন আঃলীগ নেতা মো. আতিকুল্লাহ ভূঁইয়া বাচ্চু’র সার্বিক উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এড. সামসুল ইসলাম ভূঁনয়া। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক আঃলীগ নেতা এড. আনোয়ার হোসেন ভূঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আঃলীগের সভাপতি এড. নুর জাহান বেগম। আঃলীগ নেতা আব্দুল বাতেন প্রধানের সভাপতিত্বে অন্যদের মধ্যে জামপুর ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শাজাহান খান, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আবুল হোসেন লিপন, সহ-সম্পাদক মো. সুরুজ মিয়া, জামপুর ইউনিয়ন যুবলীগ সম্পাদক মো. সামসুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন জাকু, সম্পাদক মোমেন ভূঁইয়া, ৫নং ওর্য়াড আঃলীগ সম্পাদক মো. বকুল মিয়া, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আবু হানিফ, ৪নং ওর্য়াড যুবলীগ সভাপতি মো. বাবুল, ইউনিয়ন যুবলীগ নেতা বাবুল, ৪নং ওর্য়াড যুবলীগ নেতা মোমেন, আঃলীগ নেতা জুলহাস, সোহরাব আল কাদরি, বীরমুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোস্তফা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম, সম্পাদক রানা সহ আঃলীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আঃলীগ নেতা আতিকুল্লাহ ভূঁইয়া বাচ্চু’র নিজ বাড়ী স্থানীয় মিরেরবাগ গ্রামে উক্ত নেতৃবৃন্দরা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে মধ্যহ্ন ভোজ করেন।