সোনারগাঁয়ে মাদকের ছড়াছড়ি ॥ যুবসমাজ বিপদগামী
স্টাফ রিপোর্টার
সোনারগাঁয়ে দিন দিন মাদকের বিস্তার তীব্রতর হওয়ার কারণে যুবসমাজ বিপদগামী হয়ে পড়ছে। দেশের সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক আমদানী করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে নিঃমগ্নে। মাদক সেবীদের মধ্যে কয়েকটি ধাপের মাধ্যমে এ মাদক পৌঁছে যাচ্ছে। যারা সীমান্ত এলাকা থেকে মাদক আমদানী করছে তারা মাদক স¤্রাট। তাদের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে মাদকের পাইকারদের নিকট আসছে মাদক। খুচরা মাদক ব্যবসায়ীরা পাইকারদের কাছ থেকে মাদক আমদানী করে বিক্রি করছে গ্রামাঞ্চলে, পাড়া-মহল্লায়। এ ভাবে হাতের নাগালে মাদক পাচ্ছে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ যুবসমাজ। এ মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজম্ম এবং কুলষিত হচ্ছে সমাজ। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সহ আইন-শৃংখলা বাহিনী সোনারগাঁও উপজেলার যুবসমাজ রক্ষার্থে এবং এখানের মাদক নির্মূলে কঠোর অবস্থানে থাকলেও প্রতিনিয়ত বিপুল মাদক আমদানী ও বেচা-কেনা হচ্ছে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায়। দেশের সীমান্ত এলাকায় আইন-শৃংখলা বাহিনীর দুর্বল প্রহরার কারণেই মরণনেশা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকের বড় বড় চালান আসছে বিভিন্ন অঞ্চলে তাই সেখানে শৃংখলা বাহিনীর কঠোর নজরদারী সহ জনবল আরো বৃদ্ধি করা হলে ক্রমান্বয়ে তা নিমূল করা সম্ভব হবে মনে করছেন সচেতন মহল। এখানের মাদক নির্মূল করতে হলে এবং সুশীল সমাজ অক্ষুন্ন রাখতে হলে স্থানীয় আইন-শৃংখলা বাহিনীর স্বীয় আখের গোছানো পিছনে ফেলে নিজেদের আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। তাছাড়া মাদকের এ ভয়াভহ অবক্ষয় থেকে যুবসমাজকে বাঁচাতে গ্রাম, পাড়া-মহল্লায় সর্বক্ষেত্রে জনপ্রতিনিধিদের মাধ্যমে দুর্বার আন্দেলন গড়ে তুলতে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে বিজ্ঞমহল মনে করছেন।
মো. জাকির হোসেন ঝন্টু
সোনারগাঁও
মোবাইল ০১৭২০০২৮০৮৯
তাং ১৫.১০.১৫ ইং