সোনারগাঁয়ে রুমা আক্তারের সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা সন্ত্রাসীদের

সোনারগাঁ প্রতিনিধি:

সোনারগাঁয়ে নিরীহ রুমা আক্তারের সম্পত্তি জোর পূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার খাস নগড় দীঘির পাড় এলাকায় গত ১৯-০৮-১৮ইং দুপুরে এ ঘটনাটি ঘটে।

তথ্য সূত্রে জানা গেছে, ওই এলাকার মো. ওবায়দুল হকের স্ত্রী মোসা: রুমা আক্তার ঢাকা জেলার হালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ও সাব রেজিষ্ট্রি অফিস সোনারগাঁও অধীনে এস এ ২০৫ নং মৌজা কানাই নগড়, হালে চৌদানা মৌজাস্থীত এস এ ২, আর এস ৬৪ নং খতিয়ান ভূক্ত এস এ ০৬ আর এস ১২ নং দাগে ১৬ আনায় ৪৩ শতাশং ভূমি হইতে ১০ শতাংশ ভিটি বর্তমানে নালীশা ভূমি খরিদ সূত্রে মালিক হইয়া প্রায় ১০ বছর যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছে।

এতে, রুমা আক্তারের সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য খাস নগড় দীগির পাড় এলাকার আইজ উদ্দিন মিয়ার ছেলে মো. জব্বার(৫০), ইয়াজ উদ্দিনের ছেলে মো. আফজাল (৩০), আলতাব উদ্দিনের ছেলে মো. জামাল ও কামাল (৩৫) সহ আরো অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসীরা রুমা আক্তার ও তার সহযোগীদের উপর হামলা চালায়।

এ সময় বেশ কয়েক জন আহত হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে, ২০-০৮-১৮ইংতে নারায়ণগঞ্জ জজ কোর্টে মোসা: রুমা আক্তার হাজির হয়ে একটি মামলা দায়ের করেন, যাহার পিটিশন নং- ৪২৪/২০১৮। এ ব্যাপারে রুমা আক্তার জানান, সন্ত্রাসীরা আমাকে বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভূগছি। এ সময় তিনি আরও বলেন, আমি বিজ্ঞ আদালতের কাছে সুবিচার প্রার্থনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *