সোনারগাঁয়ে শিল্পপতি বজলুর রহমানের পরিবারবর্গের মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল

সোনারগাঁও প্রতিনিধি:-
সোনারগাঁয়ের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. বজলুর রহমানের মরহুম মা-বাবা, ভাই-বোন ও ভাবীসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনার্থে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৯ অক্টোবর রবিবার বাদ আসর উপজেলার জামপুর ইউনিয়নের মৈষটেকস্থ বাইতুর রহমান জামে মসজিদ ময়দানে উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরান সকল মিডিয়ার জনপ্রিয় আলোচক, বিভিন্ন দেশ ভ্রমণকারী, মদিনাতুল উলুম ইলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও ঢাকা ধানমন্ডির সোবাহানবাগ জামে মসজিদের সাবেক খতিব আল্লামা শাঈখ আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে থাকবেন, সুমিষ্টি ভাষী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ভৈরব বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী এবং ২০১৫ সালের আরটিভিতে প্রচারিত আন্তর্জাতিক হিফ্জুল কোরান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ও ২০১৫ সালে কাতার আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৫১ দেশের মধ্যে ৪র্থ স্থান অধিকারী ও আন্তর্জাতিক সেরা শিশুক্বারী আবু রায়হান। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল উপস্থাপনা ও পরিচালনা করবেন, আরটিভি, বিটিভি সহ অন্যান্য মিডিয়ার উপস্থাপক ঢাকা হাজারীবাগের বাইতুস সুবহান শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইয়েদ ইমামুল হাসান ও অন্যান্য ওলামায়ে কেরামগন। মহিলাদেও জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এ ওয়াজ ও দোয়া মাহফিলে আলহাজ্ব বজলুর রহমানের পরিবারের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela