সোনারগাঁয়ে সনমান্দী ইউপি চেয়ারম্যান জিন্নাহ্র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
স্টাফ রিপোর্টারঃ- আজ রবিবার, ১৮ নভেম্বর-২০১৮। সোনারগাঁয়ে পঞ্চম শ্রেনীর সমাপণী পরীক্ষার প্রথম দিনে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন সনমান্দী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ। কেন্দ্র সচিব এ কে এম রেজাউল হক জানান, আজ রবিবার ইংরেজী পরীক্ষায় এ কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও ব্র্যাক স্কুলের মোট ৪শ ১০জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি। উক্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে চেয়ারম্যান জিন্নাহ প্রশ্নপত্রের মান সম্পর্কে খোঁজ নেন এবং কেন্দ্রের বাইরে অভিবাভকদের নিরাপদে বসার ব্যবস্থা করেন। এ সময় তিনি উপস্থিত অভিবাভকদের সাথেও মতবিনিময় করেন। তাছাড়া পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠ পরিবেশ সমুন্নত রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছেন তিনি।