সৌদি আরব থেকে ঈদুল আয্হা উপলক্ষে মদনপুরবাসীকে শুভেচ্ছা জানালেন জননন্দিত চেয়ারম্যান সালাম
(এস এম আলমগীর ভূঁইয়া):- আসন্ন পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে সৌদি আরব থেকে মদনপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান সালাম। মদনপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম গত ৫ ই সেপ্টাম্বর পবিত্র হজ্ব পালন করতে যাওয়ার পরও ভুলতে পারেনি মদনপুরবাসীকে। ভালবাসার টানে মদনপুর বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন অসহায় মানুষের সাথী ও সরকার দলীয় চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম। গত রবিবার নিউজ বাংলা বিডি ডট কম- কে, সৌদি আরব থেকে জনদরদী চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম মূঠোফোনে জানান, আমার পক্ষ থেকে মদনপুর ইউনিয়নসহ বন্দর উপজেলা ও নারায়নগঞ্জবাসীকে পবিত্র ঈদ-উল আযহ্ াউপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানাই। মূঠোফোনে তিনি বলেন, আমি দোয়া করি আমার মদনপুর বাসী যেন সুখে শান্তিতে পবিত্র ঈদ -উল আযহ্ াউদযাপন করতে পারে। এ সময় তিনি সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।