নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মী সভায় অধ্যাপক এম.এ মান্নান আগামী নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে
বিশেষ সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মী সভায় হট্টগোল ও মারামারির মধ্যদিয়ে হলেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মীসভা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই কর্মীসভা সম্পন্ন করায় সাবেক দলের সভাপতি এমপি এড. কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল সকলের ধন্যবাদ কুড়িয়েছেন। কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম.এ. মান্নান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে। তবে শেখ হাসিনার অধিনে নয়। আন্দোলনের মাধ্যমে নিরপক্ষ সরকার প্রতিষ্ঠা করেই আগামী নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র হত্যাকারী ভোট বিহীন অবৈধ সরকারের অধিনে বিএনপি নির্বাচন করতে পারেনা। তাই খালেদা জিয়ার ডাকে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব। ১৯৯১ সালে বিএনপি প্রথম র্নিবাচিত হয়েছে। দীর্ঘ সময় ধরে এখানে কর্মী সভা চলছে। আজ আমি এখানে এসেছি খালেদা জিয়ার দিক নির্দেশনা জানাতে। এবং খালেদা জিয়ার বক্তব্যটি এখানে পৌছে দেওয়ার জন্য। আমাদের দেশটি এখন খারাপ অবস্থায় রয়েছে। আপনারা এ দেশে স্বাধীন ভাবে চলা ফেরা করতে পারছেন না। এবং সাংবাদিক বন্ধুরা স্বাধীন ভাবে লিখতে পারছে না। পুলিশের বাধার কারনে সভা মিটিং মিছিল করতে পারছে না বিএনপি নেতাকর্মীরা। মামলা হামলা ঝুলুম নির্যাতন চলছে সর্বত্র স্থানে। গাজীপুরে বিএনপি কর্মীরা ঘরে থাকতে পারছে না। পুলিশ তাদের ঘরে ঘুমাতে দিচ্ছে না। আমি গাজীপুরে ১ লাখ ৭ হাজার ভোটার ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছি। এ অপরাধে আমাকে ২২ মাস কারাবন্দী জীবন যাপন করতে হয়েছে। তেমনি নারায়ণগঞ্জে অনেক নেতাকর্মী রয়েছে তারা অনেকে কারাবন্দী জীবন যাপন করেছে। তিনি আরো বলেন এভাবে দেশ চলতে পারে না। তাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছে। এ ডাকে আমাদের সবাইকে অংশ গ্রহণ করতে হবে। দেশের অর্থনীতি অবস্থা ভালো না। ব্যবসায়ীদের ব্যবসা ভালো যাচ্ছে না। একে একে দেশের বিভিন্ন কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিদেশীদের ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ আজ অচল হয়ে পরেছে। এখন জাতীয় নির্বাচনের হাওয়া বইছে। আপনারা ঐক্যবদ্ধ হোন। শেখ হাসিনার অধিনে এ দেশে সুষ্ঠ নির্বাচন হতে পারে না। তাই নিরপক্ষ নির্বাচনের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। এ দেশে নিরপেক্ষ নির্বাচন হলে নারায়নগঞ্জে ৫টি আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। বন্দরের ২০ নং ওয়ার্ডস্থ হেভেন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর বিএনপি সভাপতি ও সাবেক এমপি এড. আবুল কালামের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ। মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামালের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান এড. মাহামুদা আক্তার, মহানগর বিএনপি নেতা এড. শাওয়াওয়াত হোসেন খান, হাজী নূরউদ্দিন আহাম্মেদ, এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ন কবির, আঃ সবুর সেন্টু, আজহার হোসেন বুলবুল, পিয়ার জাহান, ফখরুল ইসলাম মজনু, মহানগর বিএনপি নেতা ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, এড. আবু আল ইউসুফ খান টিপু, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সেচ্ছাসেবক দলের নেতা জাহিদ হাসান রোজেল, আকরাম প্রধান, আনোয়ার প্রধান, ফারুক চৌধুরী, যুবদল নেতা আওলাদ হোসেন, সিদ্ধিারগঞ্জ থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক আব্দুল হালিম জুয়েল, মহানগর ছাত্রদল নেতা আবুল কাউছার আশা, আনোয়ার প্রধান, মাহমুদা মালা, শ্রমিকদল নেতা নজরুল ইসলাম, আল আমিন প্রধান, আলী আজগর, আসলাম হোসেন, মনোয়ার হোসেন শোখন, সরকার আলম, নজরুল ইসলাম বাবুল, সলিমুল্লাহ বাবুল, মোস্তাকুর রহমান, হাফেজ শিপলু, মহানগর মহিলাদল নেত্রী আয়েশা সাত্তার, কানিজ ফাতেমাসহ বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নিহত সকল দলীয় নেতা-কর্মীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।