বন্দরে প্রবাসীর পিতা উদ্ধার অপহরণকারী আল মামুন গ্রেফতার

নারায়নগঞ্জ সংবাদদাতা:-
বন্দর থানা পুলিশ অপহরণের শিকার হুমায়ূন গাজী (৫২) নামে এক ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারী আল মামুন (২৪) কে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ বন্দরের ফুলহর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত হুমায়ূন গাজীকে উদ্ধার করে। গত সোমবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ফোন করে এনে কাতার প্রবাসীর পিতা হুমায়ূন গাজীকে বন্দরে এসে আটক করে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ হলে শ্রীনগর থানা পুলিশ বন্দর থানা পুলিশের সহায়তায় অপহৃত হুমায়ূন গাজীকে উদ্ধার ও অপগরনকারীকে গ্রেফতার করে বন্দর থানায় নিয়ে যায়।
এ ব্যপারে হুমায়ূন গাজী জানান, তার ছেলে সোহাগ গাজী কাতারে অবস্থান করে। তার ছেলে কিছু মাল পাঠিয়েছে বলে আল মামুন তাকে ফোন করে বন্দরের মদনপুরে এসে অপহরণ করে তার নিজ বাড়িতে নিয়ে অন্দকার কক্ষে আটক রেখে তার পরিবারের কাছে মুক্তিপন হিসেবে ১০ লাখ টাকা চায়।
এ ব্যপারে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, অপহরনকারী আল মামুন ফোন করে হুমায়ূন গাজী মাল নিতে মদনপুরে এনে তার নিজ বাড়িতে আটক রেখে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ হলে শ্রীনগর থানা পুলিশকে সহায়তা করার জন্য বন্দর পুলিশ কাজ করেছে। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যায় শ্রীনগর থানা পুলিশ গ্রেফতারকৃত আল মামুনকে শ্রীনগর থানায় নিয়ে যায়।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *