বন্দরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল স্কুলের ৪০ বছর পূর্তি
বিশেষ সংবাদদাতা
গতকাল মঙ্গলবার বন্দরের দেউলী চৌরাপাড়া কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নজরুল মঞ্চে নজরুল জয়ন্তী ও বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, অগ্নিবীণার সভাপতি এইচ. এম. সিরাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, অধ্যাপক ডা. জিএম জাব্বার চিশতি. জহিরউদ্দিন মাস্টার, ছায়েদ আলী মাস্টার,নূর মোহাম্মদ, লতিফ রানা, নাছির হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ কোরআন তেলাওয়াত করেন চৌরাপাড়া বড় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ, সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।