বন্দরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়নগঞ্জ সংবাদদাতা:-
বন্দর থানা পুলিশ গত সোমবার রাতে বন্দরের জামাইপাড়া ও তারজুর এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ব্যপারে তানায় পৃথক দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের জামাইপাড়া এলাকার নান্টু মিয়ার ছেলে আল আমিন (২৫) কে ১০ পিছ ও লাঙ্গলবন্দ তাজপুর এলাকার আকসুদ আলী মিয়ার ছেলে মিজানুর রহমান (২৪) কে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। আদালত তাদের জেল হাজতে পাঠায়।