মদনপুরের রমিজউদ্দিন নিখোঁজ
প্রেস বিজ্ঞপ্তিঃ
মোঃ রমিজ উদ্দিন (৯০) বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাঁনপুর মসজিদ এলাকা থেকে গত ২৪-৫-১৭-ইং বিকাল আনুমানিক ৫ টার সময় তার নিজ বাড়ি থেকে আসরের নামাজ পড়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। হাড়িয়ে যাবার সময় তার পরনে সাদা পানজাবি, সাদা রুমাল ও মাথায় টুপি ছিল। অনেক চেষ্টার পরও এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। যদি কোন সন্ধান দাতা তার খোঁজ পান, তাহলে তার বড় ছেলে আঃ আজিজ, উঃ চাঁনপুর, মোবাইল নং-০১৯৩৭৩৫৫৯৪৩ ও ০১৭১১৯৬১৫৯৭ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।