মদনপুরে ইভটিজিংয়ে বাধা দেয়ায় বখাটেদের হামলায় ২ জন আহত

নারায়নগঞ্জ সংবাদদাতা:-
স্কুলের সামনে ছাত্রীদের উত্তেক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ২ যুবককে কুপিয়ে জখম করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দরের ফুলহর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, বন্দরের মাদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে গত রোববার সকালে বন্দরের ফুলহর এলাকার মিজানুর রহমানের বখাটে ছেলে আবির, তার বন্ধু আপেল মিলে স্কুলে আসা ছাত্রীদের উত্তক্ত করে। এ সময় স্কুলের সামনের দোকানী রাজিব ও আরমান বাধা দেয়। গতকাল আবির ও আরমান নবীগঞ্জ থেকে মদনপুর আসার পথে ইভটিজিংয়ে বাধা দেয়ার জের ধরে বখাটে আবির, তার বন্ধু আপেল ও ভাই চঞ্চল মিলে দোকানী দুই জনকে অটো থেকে টেনে হিচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করায়। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *