মেরিন ভবন নির্মাণ কাজে অনিয়ম

নারায়নগঞ্জ সংবাদদাতা:-
বন্দরের সোনাকান্দায় অবস্থিত বাংলাদেশ ইন্সিটিটিউট অব মেরিন টেকনোলজীতে নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও পুরাতন সামগ্রী দিয়ে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গণপূর্ত অধিদপ্তর মেরিন টেকনোলজীতে ৭টি বহুতল ভবন নির্মাণ করছে। এ কাজের ঠিকাদারী পায় সাহাবুদ্দিন নামের ঠিকাদার। সাহাবুদ্দিন আবার কাজের সাব ঠিকাদারী দেয় আক্তার হোসেন নামের ঠিকাদারকে।
সরে জমিনে গিয়ে দেখা যায়, মেরিন টেকনোলজীর পুরাতন ভবন ভেঙ্গে ৭টি নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। নির্মান কাজের ঠিকাদার সেই পুরাতন ভাঙ্গা ভবনের ইট নতুন ভবন নির্মাণ কাজে ব্যবহার করছে।
এ ব্যপারে সাব ঠিকাদার আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার সাহাবুদ্দিনের ম্যানেজার আসাদুল হকের নির্দেশে পুরাতন ইট লাগানো হচ্ছে।
এ ব্যপারে ম্যানেজার ম্যানেজার আসাদুল হক বলেন, রাস্তা খারাপ থাকার কারণে ইট আসতে দেরী হওয়াতে কাজ যাতে থেকে না থাকে সে জন্য কিছু পুরাতন ইট লাগানো হয়েছে।
এ ব্যপারে মেরিনের প্রিন্সিপাল শরিফা সুলতানা জানান, ঠিকাদারের মালামাল সড়ক পথে আসেনা। যত মাল আসে নৌপথে। আর পুরাত ইট লাগানোর প্রশ্নই উঠেনা। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাতে আলোচনা করে ব্যবস্থা নেব।
এ ব্যপারে গণপূর্তের ইঞ্জিনিয়ার হাফিজের সাথে আলাপ করলে তিনি বলেন, পুরাতন ইট লাগানো হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *