সাদা মনের মানুষ শিল্পপতি এস এম জাহাঙ্গীর হোসেনকে আঃলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক করায় নাঃগঞ্জ জেলা কমিটিকে সোনারগাঁবাসীর শুভেচ্ছা
স্টাফ রিপোর্টারঃ-
একজন কৃতিময় সাদা মনের মানুষ আঃলীগের প্রবীন নেতা বিশিষ্ট শিল্পপতি এস এম জাহাঙ্গীর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা আঃলীগের নব-গঠিত কমিটিতে শিল্প ও বাণিজ্য সম্পাদক করায় সোনারগাঁবাসী জেলা আঃলীগ নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছে। এলাকাবাসী বলেছে, সোনারগাঁ আঃলীগের নেতৃত্ব পূজারী মর্যাদাশীল একজন নেতাকে নারায়ণগঞ্জ জেলা কমিটিতে স্থান করে দিয়ে এখানে আদর্শিক আঃলীগ নেতৃত্বের প্রতিফলন ঘটালো। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক রাজনীতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল সোনার বাংলা গড়তে সোনারগাঁয়ে তার নেতৃত্বের কোনো বিকল্প নেই। ছাত্রলীগ রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন যাবত তিনি সনমান্দী ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক ও থানা আঃলীগের সদস্য হিসেবে সোনারগাঁ উপজেলা, জেলাসহ কেন্দ্রীয় ভাবে আঃলীগ রাজনীতি করে আসছেন। জেলা কমিটিতে তাকে এ মূল্যায়ন করায় জেলা আঃলীগসহ সোনারগাঁ আঃলীগে সুশীল রাজনীতির এক নতুন দিগন্তের সৃষ্টি হলো। রাজনীতির পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনে একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি প্রেসিডেন্ট- ফ্রুট্স ভেজেটবলস এন্ড এলাইড প্রোডাক্টস এক্্রপোর্টারস এসোসিয়েশন, বাংলাদেশ হরর্টিকারচারেলস প্রোডির্উস এন্ড এক্্রপোর্ট এসোসিয়েশন, ভাইস চেয়ারম্যান- এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল- মিনিষ্টারী অব কর্মাস, প্রথম ভাইস প্রেসিডেন্ট- বাংলাদেশ এগ্রো প্রোসেরস (বাপা), ম্যানেজিং ডিরেক্টর- বাংলা ফুড এন্ড বেভারেজ লিমিটেড, মাদার ফুড প্রোসেস লিঃ, প্রোপ্রাইটোর- এম এ জিন্নাহ এন্টারপ্রাইজ, সোনারগাঁও এগ্রো কার্গো, সাবেক প্রেসিডেন্ট- লায়ন ক্লাব অব ঢাকা ডাউন টাউন, ম্যানেজিং কমিটির সভাপতি-সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠাতা সভাপতি- বালূয়াকান্দি জামে মসজিদ এবং এফবিসিসিআই-এর পরিচালক। তাছাড়াও তিনি রাজনীতির পাশাপাশি সনমান্দী ও সোনারগাঁও সহ বিভিন্ন এলাকায় রাস্তা, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, কবরস্থান, ঈদগাহের উন্নয়ণে ও বিভিন্ন সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। এ ব্যাপারে শিল্পপতি এস এম জাহাঙ্গীর হোসেনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আঃলীগ রাজনীতি করি। পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ও মানুষের সেবায় নিজেকে বিলিয়ে চলছি। আমাকে নারায়ণগঞ্জ জেলা আঃলীগ কমিটিতে এ অসামান্য পদে অধিষ্ঠিত করায় আমি দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, মন্ত্রী পরিষদকে, নারায়ণগঞ্জ জেলা কমিটিকে এবং সোনারগাঁও উপজেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।