স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছাঃ খন্দকার শামীমা আক্তার মুন্নী
বিশেষ প্রতিনিধি:-
সমগ্র ধমপ্রাণ মুসলিমকে পবিত্র মাহে রমজানের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন নারায়নগঞ্জের বন্দর থানা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার শামীমা আক্তার মুন্নী। গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান ‘দীর্ঘ ১১ মাস পর সিয়াম সাধনার বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান আমাদের কাছে উপনীত হয়েছে। আমরা মুসলিম ধর্মের প্রতিটি মানুষ রমজানের প্রতিটি রোজা ঠিকভাবে পালন করে যাতে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি, সেই কামনা করছি। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার পাশাপাশি আমরা যাতে যেনে বুঝে রোজার সবগুলো নিয়ম ঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ আমাদের সেই বুঝ ও তৌফিক দান করুক। সারাদিন পানাহার থেকে বিরত থাকার মাধ্যমেই আমাদের সবকাজ শেষ হয়ে যায়না, আমরা সকল বিষয়ে সংযমী হব, সবাই নিজেদের গোনাহ মাফের জন্য ইবাদত বন্দেগীতে মশগুল থাকার চেষ্টা করব। বন্দর থানা স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমি অত্র উপজেলার সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি, যাতে সবাই সুস্থতার সহিত সিয়াম সাধনা করতে পারেন’।