অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণে ওয়েবসাইটের উদ্বোধন

এখন থেকে সরকারি চাকরিজীবীরা অনলাইনে বেতন ও পেনশন তথ্য নিজেরাই নির্ধারণ করতে পারবেন। www.payfixation.gov.bd এই ওয়েব সাইটে ভোটার আইডি নম্বর ও চাকরির তথ্য দিয়ে ফর্ম পূরণ করলেই ব্যাংক হিসেবে অর্থ যোগ হবে। গ্রাহকরা সুবিধামত সময়ে অর্থ উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন এ পদ্ধতিতে কর্মকর্তা কর্মচারীদের পেনশন ও বেতন পেতে হয়রানি কমবে পাশাপাশি একটি ডাটাবেজের আওতায় আনা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী।

এছাড়া, আইবাস সিস্টেমের বদলে আইবাস প্লাস প্লাস সিস্টেম চালু করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন এবং হিসেব সংরক্ষণ করা যাবে।

২০১৭-১৮ অর্থবছর থেকে সরকারের আয় ব্যয়ের হিসেবে আইবাস প্লাস প্লাস প্রয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela