আসন্ন বন্দর উপজেলা পরিষদের নির্বাচণে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বাসীর দোয়া ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আ: লীগ নেতা রোমান হোসাইন
স্টাফ রিপোর্টার:-
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচণে ভাইস চেয়ারম্যান পদে বন্দর উপজেলা বাসীর দোয়া ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা মো. রোমান হোসাইন।
সূত্র মতে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বন্দর থানা আওয়ামী লীগের বর্তমান সময়ের সাহসী নেতা মো. রোমান হোসাইন এই প্রতিবেদকের সাথে একান্ত এক স্বাক্ষাতকারে তিনি বলেন, এই সমাজের সাধারণ মানুষের মতো আমিও শান্তি প্রিয় সাদা মাটা জীবন যাপনে ভালবাসি।
কোন প্রকার অন্যায় দূর্নীতি অপছাঁয়া আমাকে গ্রাস করতে পারে নি আর ভবিষত্যেও পারবে না। আমি সাধ্যমত চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাড়াতে।
তাছাড়া সমাজের গঠনমূলক কাজে সেচ্ছাসেবক হয়ে অংশগ্রহণ করাই আমার মনের একমাত্র লক্ষ্য এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমার আনন্দ।
এ সময় তিনি আরও বলেন, জীবনের শেষ নি:শ্বাষ পর্যন্ত সামাজিক কাজে আপনাদের পরামর্শে সামনে এগিয়ে যেতে পারলেই আমি খুশি এবং বঙ্গবন্ধুর আদর্শে শানিত তৃনমূল নেতাকর্মীদের সমর্থন ও প্রবীণ বর্ষীয়ান নেতাদের দিক- নির্দেশনা মেনেই আমি সব সময় চলতে চাঁই।
দীর্গ সময় আঁলাপচারীতায় রোমান হোসাইন আরও বলেন, আমার নির্বাচণ চেয়ার এবং ক্ষমতার জন্য নয়।
জণগনের ভালবাসাকে পুজি করেই আমার সামনের পঁথচলা।
সূতরাং, আসন্ন নির্বাচণে আমার অংশগ্রহণ করার কারন, আমার উপজেলাবাসী নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
উপজেলা বাসী যদি আমাকে দোয়া ও সমর্থন করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি উপজেলা বাসী যে সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সে সকল সুবিধা বাস্তবায়ন করবো।
এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব মানবতার মা- ডিজিটাল বাংলার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী ও জণনেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনীত করে, সেক্ষেত্রে শত ভাঁগ আশা করি আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ।
আর আমি নির্বাচিত হলে এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ্।
সব শেষে তিনি বলেন, আপনাদের দোয়ায় আমি উপজেলা বাসীর সুখে দু:খে সব সময় পাশে ছিলাম এবং সব সময় থাকবো ইনশাল্লাহ।