বন্দর ফায়ার স্টেশনে দেয়াল ঘেষে ভবন র্নিমান বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
বন্দর ফায়ার স্টেশনের দেয়াল ঘেষে অবৈধ ভাবে ভবন র্নিমান বন্ধের দাবিতে নাসিক মেয়র আইভিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার বন্দর ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্স ওয়ার হাউজ ইন্সিপেক্টর মোঃ সোহেল রানা এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর ফায়ার স্টেশন নারায়ণগঞ্জ বন্দর থানাধীন শীতলক্ষা নদীরপাড়ে সুন্দর মনরম পরিবেশে অবস্থিত। যা তৎকালিন ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নূরুল ইসলাম লস্কর গত ২৪ শে সেপ্টেম্বর ১৯৮৬ইং সালে শুভ উদ্ধোধন করেন। তৎকালিন বন্দর ফায়ার স্টেশনটি র্নিমানের সময় ২ ফুট জায়গা সিমানা প্রাচিরের বাহিরে রেখে সিমান প্রাচির র্নিমান করা হয়। অত্র ফায়ার স্টেশনের আশে পাশে যারা জায়গা ক্রয় করে নতুন বাড়ী র্নিমান করছে তারা ইমরাত বিধি মালা যাথাযথ ভাবে মেনে ভবন র্নিমান করছে না। বর্তমানে বন্দর ফায়ার সার্ভিসের উত্তর পাশে খালি জায়গা মোঃ জাকির হোসেন নামে এক ব্যাক্তি ক্রয় করে বাড়ী র্নিমান কাজ শুরু করে। জাকির হোসেনের ভবনের ৩টি পিলার বন্দর ফায়ার স্টেশনের উত্তরপাশে সিমানা প্রাচির ঘেষে র্নিমান কাজ শুরু করেছে। বিষয়টি সরজমিনে দেখতে গিয়ে ফায়ার স্টেশনের সকল কর্মীদের নিয়ে বাধা প্রদান করি। এবং ইমারত বিধিমালা অনুযায়ি নিদিষ্ট পরিমমান জয়গা রেখে ভবন র্নিমান করার জন্য অনুরোধ করি। কিন্তু সে আমাদের কথা না শুনে অনুরোধের কোন তোয়াক্কা না করে বেআইনি ভাবে ইমরাত র্নিমান কাজ চালিয়ে আসচ্ছে। বেআইনী কাজ বন্ধের ব্যবস্থা গ্রহনের জন্য নাসিক মেয়র ডাঃ আইভি, ডিজি ফায়ার র্সাভিস, উপ পরিচালক ফায়ার র্সাভিস, সহকারি ফায়ার র্সাভিস, উপজেলা র্নিবাহী কর্মকর্তা, বন্দর থানা অফিসার ইনর্চাজ ও নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলরের বরাবর অভিযোগ পত্রের অনুলিপি তুলে দেন। অভিযোগ পেয়ে বন্দর ফাঁড়ীর ইনর্চাজ এসআই অখিলসহ তার সঙ্গীয় র্ফোস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela