আড়াইহাজারে প্রেমিকা ৩মাসের অন্তসত্বা প্রেমিক ও প্রেমিকের বাবা আটক
আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ আড়াইহাজারে যুগল প্রেমিক প্রেমিকার অপকর্ম করায় যুগল প্রেমিকা ৩ মাসের অন্তসত্বা। যুগল প্রেমিক ওমর ফারুক তার পিতা বশির উদ্দিন কে আটক করেছে থানা পুুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের চৈতনকান্দা আখরপাড়া গ্রামের রৌশন আলীর স্কুল পড়–য়া মেয়ে সুমাইয়া আক্তার (১৮) উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের বশির উদ্দিনের পুত্র ওমর ফারুক এর সাথে দীর্ঘদিন ধরে মোবাইলে প্রেমেরটানে সম্প্রত্তি সময়ে নরসিংদি পাচদোনা ড্রিম হলিডে পার্কে প্রেমিক ফারুকের সাথে প্রেমিকা সুমাইয়া ঘুড়তে যায়। পরে বিনোদন ও ঘুড়াঘুড়ি শেষ করে সন্ধ্যা ঘনিয়ে আসলে ফারুকের বন্ধুর বাড়ি মৈষাদী এলাকায় নিয়ে রাত্রি যাপন করে। পরে তাদের অপকর্ম ও অবৈধ মেলামেশায় সুমাইয়া ৩মাসের অন্তসত্বা হয়। এবং অভিযোগে উল্যেখ্য করা হয়েছে, ড্রিম হলিডে ছাড়াও বিশনন্দী মানিকপুর ফেড়ীঘাট এলাকায় নৌকা ভ্রমণ সহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে এই অপকর্ম করেছে।
এই ব্যাপারে সুমাইয়ার মা তাসলিমাকে বিষয়টা জানানো হলে মেয়ের কথামত সুমাইয়ার মা-বাবা প্রথমে ফারুকের বাবার বাড়ীতে গিয়ে বিষয়টা জানাইলে। ঐ সময় ফরুকের বাবা ও আত্বীয় স্বজনরা সুমাইয়ার মা-বাবাকে বাড়ী থেকে অপমান করে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় হাইজাদী ইউ.পি চেয়ারম্যান আলী হোসেন ভূইয়ার কাছে সামাজিক ভাবে বিচার চাইলে গত ১৫ই সেপ্টেম্ববর দূপূর ১২টায় ইউনিয়ন পরিষদে বিচারশালিসির মাধ্যমে একটি বৈঠক বসে। ঐসময় স্থানীয় চেয়ারম্যান আলী হোসেন বলেন, মেয়ের পরিবার কে মেডিক্যাল পরিক্ষা নিরিক্ষা করে সনদ নিয়ে আসলে আমরা বিচার করব। চেয়ারম্যানের কথা মত সরকারী ও বেসরকারী ৩টি হাসপাতালে পরিক্ষা নিরিক্ষা করে পরিবর্তি সময়ে আবার বৈঠকে হাজির হয়। পরে চেয়ারম্যানের আদালতে বিচার করতে না পেরে প্রেমিক প্রেমিকার মোবাইল ফোনের সিম কার্ড দুটি ভেঙ্গে ফেলে । বিচার না পেয়ে আড়াইহাজার থানায় সুমাইয়ার বাবাকে সাথে নিয়ে সুমাইয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ করলে গতকাল বুধবার রাতে প্রেমিক ফারুক ও তার বাবা বশির উদ্দিন কে থানায় নিয়ে আসে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছে।
আড়াইহাজার থানা ওসি জানান, স্থানীয় চেয়ারম্যান যদি আসে তাহলে বিয়ে দেওয়া শর্তসাপেক্ষে ফারুক ও ফারুকের বাবাকে মুক্তি দেওয়া হবে। নয়ত নিয়মিত মামলা নেওয়া হবে।