বন্দরে ওসি’র অপসারণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
বন্দরে মাদরাসা শিক্ষককে থানা হাজতে আটকে রেখে প্রবাসীর বাড়ি দখল গ্রামবাসীকে পুলিশি হয়রানীর অভিযোগে ওসি’র অপসারণের দাবিতে
মানববন্ধন করে ভুক্তভোগী ও সাধারণ গ্রামবাসী।
গতকাল বুধবার বিকালে মালিবাগ এলাকায় এ মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসী সাংবাদিকদের জানান, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মন্ডল একটি পক্ষ নিয়ে জোড় করে পুলিশি ক্ষমতা অপব্যহার করে নিরীহ শিক্ষক নুর মোহাম্মদকে থানা হাজতে আটকে রেখে প্রবাসী হানিফ মোল্লা’র ভিটিবাড়ির দেয়াল ভেঙ্গে দখল বুঝিয়ে দেয়।
এ ঘটনায় গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ পুলিশকে প্রতিবাদ জানালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ক্ষিপ্ত হয়ে উঠেন।
পরে গ্রামবাসী কেটে পড়েন।
এরপর থেকে প্রতিদিন রাতে ৫ জন স্থানীয় মাতবরের বাড়ি বাড়ি পুলিশ অভিযান অব্যহত রেখেছে।
পুলিশের ভয়ে তারা গ্রাম ছেড়ে অন্যত্রে পালিয়ে বেরাচ্ছে।
এতে নিরুপায় গ্রামবাসী পুলিশী হয়রানী বন্ধের দাবিতে গতকাল বুধবার বিকালে গ্রামবাসী মালিবাগ মোল্লা মার্কেটের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে গ্রামবাসী পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত পূর্বক ওসি শাহিন মন্ডলকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *