আড়াইহাজারে মিনু বেগম এর মাদক ব্যবসা জম-জমাট
ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ আড়াইহাজার দুপ্তারা ইউনিয়ণের গীরদা মধ্য পাড়ায় গ্রামের মোসাঃ মিনু বেগম(৫২) এর বাড়িতে ইয়াবা মাদক ব্যবসা জম-জমাট করে আসছে।
এলাকাবাসী জানায়, প্রতিদিন সন্ধার পর থেকে আড়াইহাজারের গাজীপুরা, মুকুন্দী,দাশপাড়া ও রূপগঞ্জ উপজেলার গাউছীয়া,ভুলতা,গোলাকান্দাল, সাহ্ঘাট সহ বিভিন্ন এলাকার আসা মাদক সেবনকারীরা সন্ধা হইতে গভির রাত পর্যন্ত মিনু বেগমের বসত বাড়ীতে আসিয়া ঘড়ের ভিতরে ইয়াবার খাওয়ার ও নেশার আসর বসিয়ে জম-জমাট এই মাদক ব্যবসা করে আসছে। মিনু বেগমের সহযোগী ও স্যালস্ম্যান হিসেবে আরমান(৩০) এই মাদক ব্যবসার সেবন কারীদের কাছে পৌছিয়ে দিয়ে দেধারছে মাদক ব্যবসা নিরাপদে করে আসছে। সম্প্রত্তি সময়ে মিনু বেগম আইন শৃঙ্খলা বাহীনি তার বাড়ী থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে ও মিনুকে হাতে-নাতে মাদক সহ গ্রেফতার করে। মাদক দ্রব্য আইনে মাদক মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করে। মিনু বেগম কারাবাসে বন্ধী থাকায় এই আস্তানার মাদক ব্যবসার আরমান পরিচালনা করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জন প্রতিনিধি জানান, মিনু ও আরমান দীর্ঘ্য দিন ধরে গীরদা গ্রামের মিনুর নিজ বাড়ীতে তারা এই মাদকের ব্যবসা একটি প্রভাবশালী মহল্লে ছত্রছায়ায় এই ব্যবসা করে আসছে।
এই ব্যাপারে আড়াইহাজার থানার ওসি সাখোওয়াত হোসেন জানান, মিনু বেগম মাদক মামলায় জেল-হাজতে আছেন যদি আরমান মাদকের ব্যবসা করে তাহলে পুলিশ তাকে ধরবে।