বন্দরে পানির ওয়াসার পাম্প বিকল হওয়ায় সড়ক অবরোধ পানি সংকটে শত-শত মানুষের মানববন্ধন

মো. আলমগীর ভূঁইয়া:-

নারায়ণগঞ্জ বন্দরে দীর্ঘ ১৫ দিন ধরে পানি সংকটে ভূগছে প্রায় ১০টি গ্রামের হাজারও মানুষ।
(নাসিক) এর ২৪ ও ২৫ নং ওয়ার্ডের লÿণখোলা, উত্তর লÿণখোলা, চৌরাপাড়া, দাসেরগাঁও, দেউলি গ্রামসহ প্রায় ১০টি গ্রামের বাসিন্দারা পানির সংকটে খাবার পানি সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে গিয়ে পানি সংগ্রহ করে নিত্য প্রয়োজনীয় কাজ সম্পূর্ন করছেন।
এ ঘটনায় বেশ কয়েক বার ওয়াসার কতৃপÿকে জানালেও কোন প্রকার প্রতিকার পায় নি স্থানীয়রা।
ফলে কয়েকটি গ্রামের বাসিন্দারা ফুসে উঠে শুক্রবার সকাল ১১ টার সময় বন্দরের মদনপুর টু মদনগঞ্জ সড়কে লÿণখোলা এলাকায় রা¯Íা অবরোধ করে, পানির দাবীতে আন্দোলন করেন।
সেই সাথে বিÿোভ মিছিল করে পাম্প হাউজ ঘেরাও করে।
স্থানীয়রা জানান, দাসেরগাঁও পাম্প হাউজের বোরিং নষ্ট, ফলে বহু দিন ধরে আমরা পানি পাচ্ছিনা।
আমরা একাধীক বার কতৃপÿকে জানিয়েছি, তারা আমাদেও সমস্যা সমাধান করেন নি। তাই আমরা আজকে এই আন্দোলনে রা¯Íায় নেমেছি।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনের কারনে, সড়কে ত্রীব্য যানজটের সৃষ্টি হয়। বিÿুব্ধ আন্দোলনকারীরা অতিদ্রæত দাসেরগাঁও এলাকায় স্থাপীত পুরনো ওয়াসার পাম্প বাতিল করে, নতুন পাম্প হাউজ স্থাপন করার দাবী জানান,স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা একে এম সেলিম ওসমানের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *