আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে চান ইকবাল হোসেন মোল্লা

বিশেষ প্রতিবেদক:-

আসন্ন আড়াইহাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জনসমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান ও জনসচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত হচ্ছেন। একদিকে দলীয় মনোনয়ন পাওয়া, অন্যদিকে জনগণের রায়ের মাধ্যমে নির্বাচনে ভোটের হিসাবের নতুন অংক কষা। সম্ভাব্য প্রার্থীরা জানেন দলীয় মনোনয়ন ও পৌরবাসীর সমর্থন একতালে কাজ করে গেলেই কেবল জয়ী হওয়া সম্ভব। অত্র পৌরসভার সার্বিক উন্নয়ন ও কল্যান সাধনে নতুন চিন্তার অবকাশ নিয়ে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামার বার্তা ছড়িয়ে দিয়েছেন তরুন প্রজন্মের প্রতিনিধি, ক্লিন ইমেজের প্রতিচ্ছবি, সুশিক্ষিত ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হাজী ইকবাল হোসেন মোল্লা। সম্প্রতি গণমাধ্যমের কাছে একান্ত সাক্ষাৎকারে তিনি তার অবস্থান স্পষ্ট করেন এবং বলেন ‘আমি নির্বাচিত হলে পৌরবাসীর উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চাই। জনগনের সুবিধার দিকগুলো এবং সেবার বিষয়গুলো অগ্রাধীকার দেয়া হবে। মাদক নির্মূল, সন্ত্রাস দূরীকরণ ও একটি আধুনিক মানের পৌরসভা হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাব। পৌরসভার কার্যক্রমকে এগিয়ে নেবার বিভিন্ন ভাবনা আমার মধ্যে রয়েছে, যদি পৌরবাসী আমার পাশে থাকে তাহলে আমার দ্বারা উন্নয়নমূলক কার্যক্রম সংঘটিত হবে বলে আমি কথা দিচ্ছি। পৌরসভার অধীনে থাকা ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ (১টি সরকারি), ৩টি মাদ্রাসা, ১টি গ্রন্থাগারের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমি পৌরসভার সকলকে সেবার আওতায় আনতে চাই। কাঁচা রাস্তাগুলোকে পাকাকরণ এবং বেশী সংখ্যক মানুষ ও পরিবহনের চলাচলের রাস্তাগুলোকে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার বিকাশ ঘটাতে চাই। পৌরসভার বিভিন্ন সেবা যেমনঃ ট্রেড লাইসেন্স, জন্ম ও মৃত্যু সনদ, পানি সরবারহ, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও স্যানিটেশনের বিষয়গুলোকে আধুনিকায়ণ করা হবে এবং এ বিষয়ে জনগণের হয়রানী দূর করা হবে। আমি পৌরসভার নিরাপত্তা বিধান ও সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাব ইনশাল্লাহ। তাই আমি পৌরবাসীর দোয়া প্রার্থী। আপনাদের সহযোগীতা পেলে যে কোন বাধা পাড় হওয়া সম্ভব এবং প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন জয় ছিনিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি, কারণ আমি কোন আদমবেপারীর মত মানুষের অর্থ নিয়ে পলায়ণ করা বা ঋণখেলাপীর মত অপরাধ সহ কোন অপরাধে জড়িত নই। ব্যক্তিগত ইমেজ নিয়ে ও সকল অন্যায় থেকে দূরে থেকে সকলের ভালবাসা নিয়ে বেঁচে আছি, আর এ জন্যই পৌরবাসী আমাকে তাদের কল্যাণে কাজ করার জন্য আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার সমর্থন যুগিয়ে যাচ্ছেন। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী এবং পারিবারিকভাবে দীর্ঘদিন যাবৎ আমরা আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি, আগামী পৌরসভা নির্বাচনে যদি তৃণমূলের জনসমর্থন নিয়ে এবং ভালবেসে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ হতাশ হবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশেষ করে বলব, আড়াইহাজারের উন্নয়নে সর্বত্র নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক, অত্র আসনের সাংসদ ও গণমানুষের নেতা আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে পৌরবাসীর সার্বিক কল্যাণে আমি মাননীয় এমপি নজরুল ইসলাম বাবু’র সার্বিক পরামর্শে ও নির্দেশনায় পৌরসভার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করছি। উল্লেখ্য ২০১২ সালে অত্র পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৭.৯২ বর্গ কিঃ মিঃ আয়তনের এ পৌরসভা ৯টি ওয়ার্ডে বিভক্ত। ৩৪,৮৬০ জনসংখ্যার মধ্য থেকে মোট ভোটার ১৭ হাজার ১৩৭ জন। এখানে ৬ জুলাই ২০১৩ সালে প্রথমবারের মত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে তালা প্রতীক নিয়ে বিএনপি থেকে আ’লীগে যোগ দেয়া সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela