কিভাবে MS Word য়ে WaterMark বসাবেন?

Watermark টি সাধারনত ব্যবহার করা হয় কোম্পানির প্যাডে। কোম্পানির প্যাডে watermark য়ের মাধ্যমে কোম্পানির নাম অথবা কোম্পানির লোগো ব্যবহার করা হয়। যা পেজের উপর জল ছাপের মত হয়ে থাকে।

কিভাবে ব্যবহার করবেন:

যদি আপনি কোন ছবি ব্যবহার করতে চান। তাহলে ছবিটি প্রথমে আপনার পিসিতে সংগ্রহ করুন।

১ম ধাপ: প্রথমে আপনি MS Word পেজটি ওপেন করুন।

২য় ধাপ: এবার উপরের মেনু বার থেকে page Layout সিলেক্ট করুন।

৩য় ধাপ: দেখুন মাঝখানে watermark নামে একটি অপশন আসছে। অনেক গুলো ফরমেট দেয়া আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দমত একটি স্টাইল নির্বাচন করুন। সাথে সাথেই দেখবেন তাদের দেয়া নামটি জল ছাপ হয়ে আপনার পেছে চলে আসছে।

৪র্থ ধাপ: এবার আপনি আবার watermark এ ক্লিক করুন, দেখুন কাস্টম ওয়াটার মার্ক নামে একটা অপশন আছে ।এখন  দেখুন টেস্কট নামে একটা অপশন আছে টেস্কটে আপনার পছন্দ মত নামটি লিখুন । এখন এপ্লাই অথবা ওক বাটনে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela