কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা শিক্ষক হাসপাতালে- এলাকাবাসীর মধ্যে উত্তেজনা
স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মালামত গ্রামের বাসিন্দা ও কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. আব্দুর রফ হাসানের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ।
শুক্রবার সকালে মালামত এলাকায় হাসান মাষ্টার উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
তথ্য সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত ইয়াখুব মিয়ার বঁখাটে ছেলে হোসেন সিকদার ও তার সহযোগীরা দেশীয় অ¯্রে সজ্জিত হয়ে হাসান মাষ্টারের উপর হামলা চালায়।
এ সময়, হোসেন সিকদার ও তার বাহিনী দেশীয় অ¯্র দিয়ে, হাসান মাষ্টারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরে আশে পাশের লোক জন এগিয়ে আসলে সন্ত্রাসী হোসেন সিকদার ও তার সহযোগীর পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আহত হাসান মাষ্টারকে এলাকাবাসীর সহযোগীতায় দ্রুত নারায়ণগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমাণে হাসান মাষ্টার চিকিৎসাধীন রয়েছে জানা গেছে।
ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে, সন্ত্রাসী হোসেন সিকদার ও তার বাহিনীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতর পরিবার।