গ্যারেজের সামনে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় লাঙ্গলবন্দে কেয়ারটেকারকে পিটিয়ে জখম
বন্দর প্রতিনিধি:-
বন্দরে মাদক বিক্রি করতে বাঁধা দেয়ায় মিজান (৩০) নামের এক গ্যারেজ কেয়ারটেকারকে পিটিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্যারেজ মালিক বাহাউদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো, লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন, আরমান ও মিলন। ভবিষ্যতে গ্যারেজের সামনে মোটরসাইকেল রাখতে নিষেধ করার কেয়ারটেকারকে পিটিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
জানাগেছে, উপজেলা মুছাপুর ইউপির (লাঙ্গলবন্দ) যোগীপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে বাহাউদ্দিন ও সালাউদ্দিন সুমন নামের দুই ভাইয়ের যৌথ মালিকাধীন মা-হাসিনা গাড়ি পার্কি এন্ড সার্ভিসিং সেন্টারে গত মঙ্গলবার বিকালে একই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন গ্যারেজের সামনে মোটরসাইকেল রেখে মাদক সেবীদের হাতে মাদক তুলে দেয়। এ ঘটনায় গ্যারেজের কেয়ারটেকার এখানে মোটরসাইকেল রেখে এধরনের কাজ না করতে নিষেধ করেন। এসময় মাদক ব্যবসায়ী দেলোয়ার কেয়ারটেকারকে গালাগালি করে চলে যায়। এ ঘটনার ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় দেলোয়ার, তার ভাই আরমান ও মিলনসহ আরও অজ্ঞাত নামা ৩-৪ জনকে সঙ্গে নিয়ে কেয়ারটেকার মিজানকে লোহার রড দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গ্যারেজ মালিক বাহাউদ্দিন মিজানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় গ্যারেজ মালিক বাহাউদ্দিন বাদি হয়ে বৃহস্পতিবার রাতে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানান, দেলোয়ার, তার ভাই আরমান ও মিলনের বিরুদ্ধে মাদক, ডাকাতি, চাঁদাবাজি, পুলিশের উপর হামলার ঘটনাসহ বন্দর থানায় একাধীক মামলা রয়েছে। সম্প্রতি আরমান ও দেলোয়ার মাদক ও চাঁদাবাজির মামলা গ্রেপ্তার হয়েছে। জামিনে মুক্ত হয়েই আবারও শুরু করেছে মাদক ব্যবসাসহ নানা অপকর্ম।