চমক দিতে পারল কই “আমির খান” ?
‘থাগস অব হিন্দোস্থান’ ছবির ট্রেলার দেখেই মিশ্র প্রতিক্রিয়া জানান দর্শকেরা। ছবিটি কতটা দর্শকের মনে ধরবে, সে প্রশ্ন কিন্তু আগে থেকেই ছিল।
দেওয়ালি উৎসবে ঠগদের কাহিনি নিয়ে তৈরি ছবিটি মুক্তি পেয়েছে । কিন্তু ছবিটি ঘিরে বলিউডে যে কৌতূহল আর আগ্রহ ছিল, তা মিইয়ে যেতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ যাঁরা দেখেছেন, তাঁদের মন খচখচ করবেই। এনডি টিভির অনলাইন সংস্করণে ছবিটি নিয়ে একটি পর্যালোচনা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ছবিটি নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
অমিতাভ বচ্চন এ ছবিতে অভিনয় করেছেন আজাদ চরিত্রে। ভারতে ব্যবসা করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় তাঁকে। কোম্পানির হাত থেকে ভারতকে স্বাধীন করতে লড়েছেন তিনি। এ যুদ্ধে তাঁর সহযাত্রী জাফিরার চরিত্রে দেখা যায় তিরন্দাজ ফাতিমা সানা শেখকে। আর ফিরিঙ্গি বেশে ইংরেজদের ভাড়াটে হিসেবে আজাদকে কবজা করতে কাজ করবেন আমির খান। ছবিতে ফিরিঙ্গি আমিরকে সঙ্গ দিতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। এই হচ্ছে ‘থাগস অব হিন্দোস্থান’। ছবিতে ফাতিমা কয়েকটি দৃশ্যে ঝলক দেখাতে পেরেছেন আর ক্যাটরিনাকে শুধু গানেই দেখার মতো।