চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র উদ্যোগে দুঃস্থদের মাঝে রিলিফের চাল বিতরন

স্টাফ রিপোর্টার
ঈদুল আযহা সামনে রেখে সনমান্দী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ’র উদ্যোগে অত্র ইউনিয়নের প্রায় ৮শ দুঃস্থ পরিবারের মাঝে রিলিফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় সুষ্ঠ ভাবে জনপ্রতি দুঃস্থকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। উক্ত চাল বিতরণকালে চেয়ারম্যান জিন্নাহ বলেন, আমার ইউনিয়নে পর্যাপ্ত দুঃস্থ পরিবার রয়েছে। সরকারের বরাদ্ধের পাশাপাশি তার নিজস্ব তহবিল থেকেও নগদ অর্থ অথবা চাল কিনে দিয়ে দুঃস্থদের চাহিদা মেটাতে হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, দায়িত্ব প্রাপ্ত রিলিফ কর্মকতা, ইউপি সচিব মোহাম্মদ ইউসুব, অত্র ইউপি সদস্য মো. তোতা মিয়া, মো. হারুন অর রশিদ, মো. ফিরোজ আহম্মেদ, মো. ফজলুল হক, মো. মোমেন সরকার, মো. নুরুল হক, জয়নাল আবেদীন, সংরক্ষিত আসনের মেম্বার লুৎফা বেগম, মাজেদা বেগম, শাহিনা আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, খন্দকার সালাউদ্দিন সাজু, ৭নং ওর্য়াড আঃলীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান সহ অন্যান্য আঃলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *