চেয়ারম্যান সালামকে ফাঁসানোর অপচেষ্টায় শত-শত মানুষের ক্ষোভ প্রকাশ
বিশেষ প্রতিবেদক:- গত শুক্রবার দুপুরে নারায়নগঞ্জ বন্দর উপজেলা মদনপুর ইউপির পশ্চিমকেওঢালা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাঁটার খালি জায়গায় ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। পাশেই মৃত আব্দুর রহমানের ছেলে সফিকের মুদি দোকান। এক কিশোর সিগারেট ক্রয় করতে গেলে, বিক্রি করতে অনীহা প্রকাশ করে চড় থাপ্পর মারেন মুদী দোনকানদার সফিক। এতে, খেলার মাঠের খেলোয়াররা জিঞ্জাসা করতে আসলে, সফিক ও তার লোকজনের সাথে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে মৃত আব্দুর রহমানের ছেলে মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এতে, মদনপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালামকে ফাঁসানোর অপচেষ্টায় গত সোমবার নিহতের জানাযার পূর্বে নিহতের পরিবারকে স্থানীয় এক শ্রেনীর স্বার্থনেশী কুচক্ররী মহল উস্কানীমূলক তথ্য দিয়ে মানববন্ধন করেন। এ বিষয়ে, চেয়ারম্যান সালাম বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। এই অনাকাঙ্খীত ঘটনাটি যারা ঘটিয়েছে, তাদের আমি দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। পাশা-পাশি নিহতের পরিবারের প্রতি আমি হৃদয় থেকে সমবেদনা জানাচ্ছি। এ সময় তিনি আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাই, আপনারা অতিদ্রুত এ খুনের সাথে জড়িতদের গ্রেফতার করুন। আপনাদের যথা সাধ্য অনুযায়ী ্আমি সহযোগীতা করবো। চেয়ারম্যানের বিরুদ্ধে মানব বন্ধন করার বিষয়ে, প্রশ্ন করলে তিনি বলেন, ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নানা ভাবে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে আমাার প্রতিপক্ষ শত্রুরা। আমি একজন জনপ্রতিনিধি। আমার অনেক শত্রু ও প্রতিপক্ষ আছে। তারাই আমাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ঘটনার সাথে আমার কোন ভাগিনা জড়িত না। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা তদন্ত করে দেখেন। এ দিকে চেয়ারম্যান সালামের জড়িত থাকার বিষয়ে ওই এলাকায় অনুসন্ধান করতে গেলে এলাকার শত-শত লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার কারীদের শাস্তি চাই। এ সময় তারা আরও বলেন, চেয়ারম্যানকে যদি ফাঁসানোর চেষ্টা করা হয়, আমরা তা বরদ্বাস করবো না। আমারও ওই শয়তানদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবো।