শিক্ষা এমন একটি সম্পদ যা অর্থের বিনিময়ে কেনা যায় না এবং অন্যের মাঝে তা ভাগ করে নেয়া যায় না তোমরা সু শিক্ষা অর্জন করো তাহলে নিঃসন্দেহে ভাল মানুষ হিসেবে সমাজে গন্য হবে।

মঙ্গল বার বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে দাখিল ১০ম শ্রেণী পরীক্ষার্থীদের মিলাদ  দোয়া ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা/২০১৭ ইং এবং মেধা ভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সন্মানিত সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন- শিক্ষা এমন একটি সম্পদ যা অর্থের বিনিময়ে কেনা যায় না এবং অন্যের মাঝে তা ভাগ করে নেয়া যায় না। তোমরা সু শিক্ষা অর্জন করো তাহলে নিঃসন্দেহে এক দিন তোমাদের কাংখিত লক্ষে পৌছাতে পারবে এবং ভাল মানুষ হিসেবে সমাজে গন্য হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আবদুল হান্নান সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য নূর মোহাম্মদ ব্যাংকার,আলহাজ্ব নজরূল ইসলাম খান,আলহাজ্ব শামসুদ্দোহা,মোঃ মফিজুল ইসলাম,অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল হক,উপাধ্যক্ষ মাওলানা মোঃ শহীদুল ইলাম,মাওলানা মোঃ আনোয়ার হোসেন,মোঃ মেহেদী হাসান,মোঃ জহির হোসেন,ডাঃ মোশারফ হোসেন স্বপন,ছাত্রলীগ নেতা ফাহিম কবির,জান মোঃ প্রধান। সকাল ৮টা হতে মাদ্রাসায় বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়ে ১২টায় শেষ হলে   পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব  আবুল জাহের। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষিকা মন্ডলী,কর্মচারী বৃন্দ,ছাত্র ও অভিভাবক মন্ডলীসহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *