জাতীয় পদক প্রাপ্ত চিত্রশিল্পী সাইদুর রহমান সাইদের চোখের অস্রপাচার সফল ভাবে সম্পন্ন
বিশেষ সংবাদদাতা
একাধিক জাতীয় পদক প্রাপ্ত চিত্রশিল্পী মোঃ সাইদুর রহমান সাইদের একটি চোখের অsroপচার সফল ভাবে সম্পন্ন হয়েচে। গত বুধবার রাতে ঢাকা কাকরাইলে হাজী শাথাওয়াত আনোয়ার আই হাসপাতালে চোখের অস্ত্রপাচার করা হয়। তিনি এখন হাসপাতালে আছেন। তার দ্রুত আরোগ্য কামনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ বাগ এ জান্নাত কবরস্থান মসজিদে দোয়া করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়।